Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশ সরকারের সমুদয় আয় ও ব্যয়ের হিসাব করা এবং তা নিরীক্ষা করার জন্য নিরীক্ষা ও হিসাব বিভাগের সৃষ্টি।  সরকারি কোষাগারে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে এ বিভাগ।  মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) (সংশোধনী) অধ্যাদেশ-১৯৮৩ এ অনুচ্ছেদ-০৩ এ ক্ষমতা বলে সরকার হিসাব ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও গতিশীল করার জন্য ১ জুলাই,২০০২ পৃথকীকরণ পরিপত্রটি নিরীক্ষা থেকে হিসাব বিভাগকে সম্পূর্ণ আলাদা করে অর্থ মন্ত্রনালয়ের দায়িত্বে ন্যস্ত করেন।  ১ জুলাই ২০০২ হতে কার্যকর হয়।  জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত হিসাবরক্ষণ অফিসসমূহকে পূর্বে ট্রেজারী অফিস হিসেবে পরিচিত ছিল।  বর্তমানে যার পরিবর্তিত নাম হিসাবরক্ষণ অফিস।  প্রজাতন্ত্রের হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে বিদ্যমান হিসাবরক্ষণ কাঠামোতে পরিবর্তন আনয়নপূর্বক ৫২টি মন্ত্রনালয়/বিভাগভিত্তিক প্রধান হিসাবরক্ষণ অফিস এবং মাঠ পর্যায়ের হিসাব তদারকির জন্য ০৮টি বিভাগে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস গঠন করা হয়।  হিসাব সংরক্ষণের জন্য ৫২টি প্রধান হিসাবরক্ষণ অফিস, ০৮ টি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, ৫৬টি জেলা হিসাবরক্ষণ অফিস এবং ৪২৬টি উপজেলা হিসাবরক্ষণ অফিস গঠন করা হয়েছে।  জেলা হিসাবরক্ষণ অফিস, কুড়িগ্রাম ০১.২.১৯৮৩ খ্রি. তারিখে স্থাপিত হয়। জেলা হিসাবরক্ষণ অফিস, কুড়িগ্রাম এর নিরীক্ষাধীণ অফিসসমুহের কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতার বিল পাশ বেতন নির্ধারণ ও ছুটির হিসাব সংরক্ষণ,চেক ড্রইং ক্ষমতা সম্পন্ন দপ্তরসমুহের (গণপূর্ত, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল) কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধ,নিরীক্ষাধীন অফিসসমুহের সরবরাহ ও সেবা মেরামত ও সংরক্ষণ এবং অন্যান্য খাতের বিল পাস, কর্মকর্তা/ কর্মচারীদের জিপিএফ অগ্রীম/ চুড়ান্ত পরিশোধ, বিভিন্ন ঋণ ও অগ্রীম, পেনশন আনুতোষিক পরিশোধ, সংশ্লিষ্ট প্রধান হিসাবরক্ষণ অফিসের অথরিটির ভিত্তিতে অনুদান ও প্রকল্পের ছাড়কৃত অর্থের দাবী পরিশোধ,মন্ত্রণালয়ভিত্তিক প্রাপ্তি এবং অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটের বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং তার ভিত্তিতে মাসিক হিসাব প্রণয়ন, জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের হিসাবের সাথে জেলা হিসাবরক্ষণ অফিস অফিসের হিসাবের সঙ্গতিসাধন, সোনালী ব্যাংকের সাথে প্রাপ্তি ও পরিশোধের রিকনসিলিয়েশন, সরকারী কোষাগারে জমাকৃত অর্থের চালান ভেরিফিকেশন এবং সিভিল অডিট কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহন করে থাকে।